উপরে যান

বৃহস্পতিবার, ৩ নভেম্বর, ২০১১

ইউনিয়ন পাবলিক লাইব্রেরী সম্পর্কে জানুন


ইউনিয়ন পাবলিক লাইব্রেরী

আপনার জ্ঞানের ভান্ডারকে সমৃদ্ধ করতে বই পাঠের কোন বিকল্প নেই।
তাই ইউনিয়ন পাবলিক লাইব্রেরী তে আসুন আপনার জ্ঞান কে আরো সমৃদ্ধ করুন।

       মানুষের মাঝে পাঠাভ্যাস বৃদ্ধির লক্ষ্যে শেরপুর জেলার সুযোগ্য জেলা প্রশাসক জনাব মো: নাসিরুজ্জামান মহোদয়ের ঐকান্তিক প্রচেষ্টায় শেরপুর জেলার প্রতিটি ইউনিয়ন পরিষদের ন্যায় নকলা উপজেলার ৯টি ইউনিয়ন পরিষদেও একটি করে ইউনিয়ন পাবলিক লাইব্রেরী স্থাপন করা হয়েছে। সৃজনশীল সাহিত্য চর্চা, জ্ঞান-বিজ্ঞানের উকর্ষ সাধন, মানবিক মূল্যবোধ উদ্ধুদ্ধকরণ, শিক্ষার প্রসার, সামাজিক-সাংস্কৃতিক আগ্রাসন ও অবক্ষয় রোধ এবং স্ব শিক্ষিত মানুষ তৈরীর জন্য ২০১০ সালে এসব ইউনিয়ন পাবলিক লাইব্রেরী প্রতিষ্ঠা করা হয়।

লক্ষ্য ও উদ্দেশ্য

১। পরিশীলিত জীবন গঠনের লক্ষ্যে পাঠাগার স্থাপন ও জনগণকে পাঠসেবা প্রদান।
২। এলাকার আনুষ্ঠানিক ও অনানুষ্ঠানিক শিক্ষা কার্যক্রমে প্রত্যক্ষ ও পরোক্ষ সহায়তা প্রদান।
৩। এলাকাবাসীর জন্য বই পড়ার মাধ্যমে সুস্থ্য অবসর বিনোদনের সুযোগ সৃষ্টি করা।
৪। সাংস্কৃতিক এবং তথ্যকেন্দ্র হিসেবে দায়িত্ব পালন।
৫। এলাকার জণগণের মধ্যে জনসংখ্যা নিয়ন্ত্রণ, স্বাস্থ্য ও পুষ্টি, মাতৃ ও শিশু স্বাস্খ, পরিবেশে সংরক্ষণ ইত্যাদি বিষয়ে সচেতনতা বৃদ্ধি করা।
৬। সন্ত্রাস, অপসংস্কৃতি ও কুসংস্কারের বিপরীতে সুস্থ্য সংস্কৃতির চর্চা ও বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গী গড়ে তোলা।
প্রতিটি ইউনিয়ন পাবলিক লাইব্রেরী তে একজন করে লাইব্রেরীয়ান নিয়োগ দেয়া হয়েছে।
উক্ত লাইব্রেরীয়ান দের সাথে যোগাযোগ করতে নীচের লিংকে ক্লিক করুন
লাইব্রেরীয়ান গণের ডাটাবেইজ 

পড়িলে বই আলোকিত হই,
না পড়িলে বই অন্ধকারে রই


ইউনিয়ন লাইব্রেরী সংক্রান্ত তথ্যাবলী
ইউনিয়নের নাম
পাঠাগারের নাম
লাইব্রেরীয়ানের নাম
পাঠাগারের বইয়ের সংখ্যা
পাঠাগার প্রতিদিন খোলা রাখা হয় কিনা?
পাঠাগার প্রতিদিন কয়টা থেকে কয়টা পর্যন্ত খোলা রাখা হয়
পাঠাগারে প্রতিদিন কি কি পত্রিকা রাখা হয়
পাঠাগারে পাঠকের সংখ্যা
গনপদ্দী
গনপদ্দী ইউনিয়ন পাবলিক লাইব্রেরী
নুর ইসলাম
৩০০
হ্যাঁ
সকাল ৯ টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত
দৈনিক ভোরের কাগজ
১০-১২ জন
নকলা
নকলা ইউনিয়ন পাবলিক লাইব্রেরী
মো: মেছের আলী





উরফা
ইউনিয়ন পাবলিক লাইব্রেরী
মো: হারুনুর রশীদ





গৌড়দ্বার
গৌড়দ্বার ইউনিয়ন পাবলিক লাইব্রেরী
মো: মোখলেছুর রহমান
১০৫ টি
সপ্তাহে ৫ দিন
সকাল ১০ টা হতে বিকাল ৪ টা পর্যন্ত
বাংলাদেশ প্রতিদিন ও ভোরের কাগজ
১০-২০ জন
বানেশ্বর্দী
বানেশ্বর্দী ইউনিয়ন পাবলিক লাইব্রেরী
মোছা: শাহনাজ খাতুন





পাঠাকাটা
পাঠাকাটা ইউনিয়ন পাবলিক লাইব্রেরী
মো: শাজাহান আলী
৩৩ টি
হ্যাঁ
সকাল ৯.০০ মি: হতে রাত ৪.০০ পর্যন্ত
দৈনিক তথ্যধারা
৬৩ জন
টালকী
ইউনিয়ন পাবলিক লাইব্রেরী
মো: আ: হাকিম
৮৬ টি
হ্যাঁ
বিকাল ৩ টা থেকে ৫ টা পর্যন্ত
দৈনিক সমকাল
১০-১২ জন
চরঅষ্টধর
চরঅষ্টধর ইউনিয়ন পাবলিক লাইব্রেরী
সীমা রাণী রজক
৫১ টি
হ্যাঁ
সকাল ১০ টা হতে বিকাল ৪ টা
দৈনিক যুগান্তর
১০৫
চন্দ্রকোনা
চন্দ্রকোনা ইউনিয়ন পাবলিক লাইব্রেরী
মো: বকুল মিয়া
৩৩ টি
হ্যাঁ
সকাল ৯.০০ মি: হতে রাত ৭.০০ পর্যন্ত 
দৈনিক জনকন্ঠ
৪১০