বুধবার, ১৯ অক্টোবর, ২০১১

এক নজরে উপজেলা প্রকৌশল বিভাগ

এক নজরে উপজেলা প্রকৌশল বিভাগ



অফিস প্রধানের নাম : সালমান রহমান রাসেল
               উপজেলা প্রকৌশলী, নকলা, শেরপুর। 
                নিজ জেলা- জামালপুর
                নকলাতে যোগদান : ৫-৯-২০১০
                মোবাইল নং : ০১৯২৫-৫৩৪৫২১  

ইউনিয়ন ও উপজেলা পর্যায়ে অবকাঠামো উন্নয়নে কারিগরী সহায়তা প্রদান করা। 
গ্রামীণ অবকাঠামো উন্নয়ন প্রকল্প/কর্মসূচী বাস্তবায়ন। 
বিভিন্ন মন্ত্রণালয়ের অবকাঠামো উন্নয়নে কর্মসূচী বাস্তবায়ন। 
ক্ষূদ্রাকার পানি সম্পদ স্কীম প্রণয়ন ও বাস্তবায়ন। 
পল্লী অঞ্চলে গ্রামীণ রাস্তা মেরামত কর্মসূচীর আওতায় দু- স্থ মহিলাদের কর্মসংস্থানের মাধ্যমে দারিদ্র দূরীকরণ। 
জেলা পরিষদ ও পৌরসভাকে কারিগরী সহায়তা প্রদান করা। 
ম্যাপিং, ডিজাইন ও অন্যান্য কারিগরী মডেল, ম্যানুয়াল ও স্পেসিফিকেশন প্রণয়ন। 
ইউনিয়ন পরিষদকে শক্তিশালী করণের লক্ষ্যে চেয়ারম্যান, মেম্বার ও সচিবদের প্রশিক্ষণ প্রদান। 
রাস্তার পাশে বৃক্ষরোপণ। 
পল্লী অবকাঠামো রক্ষনাবেক্ষণ।


প্রদেয় সেবা :  
   

এলজিইডির আওতায় বাস্তবায়নাধীন সড়ক, সেতু/কালভার্ট/ইউপি কমপ্লেক্স/হাটবাজার/প্রাথমিক বিদ্যালয়/ক্ষুদ্র পানিসম্পদ ব্যবস্থাপনাঅবকাঠামো ইত্যাদি মনিটরিং, মূল্যায়ন ও ভজেলা পর্যায় বাস্তবায়নাধীন/বাস্তবায়িত কাজের বিল পরিশোধ। 
র্নিত অবকাঠামো সমূহের গুনগতমান নিয়ন্ত্রনের জন্য মাঠ পর্যায়ে ও দপ্তরের ল্যাবরেটরীর কার্যক্রম পরিচালনা ও মান সম্পর্কিত প্রত্যয়ন প্রদান। 
পরিবেশগত ল্যাবরেটরীতে পানির আর্সেনিকসহ অন্যান্য ক্ষতিকর উপাদান নির্ণয় ও মাটি পরীক্ষাকরণ। অবকাঠামো উন্নয়ন কাজ বাস্তবায়নে প্রয়োজনীয় নির্মাণ যন্ত্রপাতি নির্ধারিত ভাড়ার বিনিময়ে প্রদান। 
জেলার সকল উপজেলা ও গ্রামীন সড়কের সকল তথ্য সংরক্ষণ ও হালনাগাদকরণ। 
উপজেলা পর্যায়ে এলজিইডি উপজেলা প্রকৌশলীর দপ্তরের প্রশাসনিক নিয়ন্ত্রণ। 
স্থানীয় সরকার প্রতিষ্ঠানসমূহ যেমন- জেলা পরিষদ, পৌরসভা, ইউনিয়ন পরিষদ ইত্যাদিকে কারিগরী সহায়তা প্রদান।
 

জনবল পরিস্থিতি  
ক্রমিন নং
পদের বিবরণ
বরাদ্দ পদ
বরতমান করমরত
উপজেলা প্রকৌশলী
উপজেলা সহকারী প্রকৌশলী
-
উপ-সহকারী প্রকৌশলী
নক্সাকার (উপ-সহকারী প্রকৌশলী)
সার্ভেয়ার
কার্য্য সহকারী
4
হিসাব রক্ষক
কমিউনিটি অর্গানাইজার সিও
-
হিসাব সহকারী
১০
অফিস সহকারী
১১
সি.সি.টি
১২
ইলেকট্রিশিয়ান
১৩
এম.এল.এস.এস
১৪
নাইট গার্ড