বুধবার, ১৯ অক্টোবর, ২০১১

এক নজরে উপজেলা কৃষি বিভাগ

অফিস প্রধানের নাম : 
নিজ জেলা :
মোবাইল নং : ০১৭১২-৪১২২৭২, 
নকলাতে যোগদানের তারিখ : ২১-০৩-২০১১
অঙ্গীকারঃ-
     কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের  দায়িত্ব হল, সকল শ্রেনীর চাষীদেরকে তাদের চাহিদা ভিত্তিক ফলপ্রসু ও কার্যকর সম্প্রসারণ সেবা প্রদান করা যাতে তারা তাদের সম্পদের সর্বোত্তম ব্যবহার করে স্থায়ী কৃষি ও আর্থ- সামাজিক উন্নয়নে অবদান রাখতে পারে।
কার্যাবলীঃ-
(1)   উপজেলা পরিষদের সাথে সমন্বয় করে স্থানীয় কৃষি উন্নয়ন কর্মসূচী গ্রহন ও বাস্তবায়ন করা।
(2)  কৃষি মন্ত্রনালয়ের অধীন বিভিন্ন গবেষনা সংস্থার উদ্ভাবিত প্রযুক্তি সমূহকে কৃষকদের নিকট পৌছানো এবং কৃষি সম্প্রসারন গবেষনা ও কৃষকদের সমন্বয় সাধন করা।
(3) উচ্চমূল্য শস্য উৎপাদন ও বহুমুখীকরন সহ বানিজ্যিক কৃষি উন্নয়নে স্থানীয় কার্যক্রম পরিচালনা করা।
(4)   সার, বীজ, কীটনাশক, সেচ সহ আধুনিক কৃষি যন্ত্রপাতি সরবরাহ, প্রাপ্তি ও বিতরন কাজে সমন্বয় সাধন করা।
(5)  উন্নত কৃষি প্রযুক্তির প্রচার ও প্রসারের জন্য প্রদর্শনী, প্রশিক্ষন ও কৃষি খামার চালু এবং রক্ষনাবেক্ষনের কাজে সমন্বয় সাধন করা। কৃষি বিষয়ক তথ্য আহরন, সংরক্ষন ও বিতরন কাজে সহায়তা করা।
(6)  কৃষি সম্প্রসারন অধিদপ্তরের প্রকল্প ও কর্মসূচীর কার্যক্রম বাস্তবায়ন, কৃষক সংগঠন তৈরি ও উন্নয়নে প্রয়োজনীয় উদ্যোগ নেয়া।
(7)  মাটির স্বাস্থ্য সুরক্ষায় জৈব সার উৎপাদনে ও ব্যবহারে উৎসাহ দেয়া, পতিত জমি উদ্বার ও চাষের আওতায় আনা, পরিবেশ সংরক্ষন ও উন্নয়নে গৃহীত কার্যক্রম বাস্তবায়ন করা।
 কৃষি পুনর্বাসন ও ভর্তুকিঃ-
প্রাকৃতিক দুর্যোগ, বন্যা, খরা, মহামারী আকারের পোকা ও রোগের প্রাদুর্ভাব ইত্যাদি কারনে ফসল হানি হলে সরকার কৃষি পুনর্বাসনে ব্যবস্থা করেন যা বাস্তবায়নে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সহায়তা করে থাকে। এতে বীজ, সার, চারা ও নগদ অর্থ প্রদান করা হয়ে থাকে। এছাড়া কৃষকদের অধিক হারে চাষাবাদ, পতিত জমির সর্বোচ্চ ব্যবহার, আমদানিকৃত শস্যের চাষাবাদে উদ্ভুদ্ব করনের লক্ষ্যে সরকার ডিজেল, সার, বীজ বিনামূল্যে ও ভর্তুকি মূল্যে কৃষি সম্প্রসারন অধিদপ্তরের মাধ্যমে বিতরন করে থাকে।
উপজেলা কৃষি কর্মকর্তার সেবা কার্যাবলী :
১। তিনি উপজেলা পরিষদ চেয়ারম্যানের তত্তাবধানে ও উপজেলা নির্বাহী অফিসারের সমন্বয়ে কাজ করবেন এবং তিনি হস্তান্তরিত বিষয়ে নথী উপজেলা নির্বাহী অফিসারের মাধ্যমে উপজেলা পরিষদ চেয়ারম্যানের নিকট অনুমোদনের জন্য পেশ করবেন।
২। তিনি উপজেলা পরিষদের সাথে সমন্বয় করিয়া স্থানীয় কৃষি উন্নয়ন কর্মসূচী গ্রহন ও বাস্তবায়ন করবেন।
৩। তিনি অগ্রাধিকার ভিত্তিতে উচ্চ মূল্য শস্য উৎপাদন ও বহুমুখীকরন সহ বানিজ্যিক কৃষি উন্নয়নে স্থানীয় কার্যক্রম পরিচালনা করবেন।
৪। তিনি স্থানীয় পর্যায়ে কৃষি বিষয়ক তথ্য আহরণ, সংরক্ষন ও বিতরন সহ একটি ডাটা ব্যাংক তৈরিতে কাজ করবেন।
৫। তিনি সার, বীজ, সেচ সহ আধুনিক কৃষি যন্ত্রপাতি সরবরাহ, প্রাপ্তি ও বিতরনের কাজে সমন্বয় সাধন করবেন।
৬। তিনি উন্নত কৃষি পদ্বতির প্রচার ও প্রসারের জন্য প্রদর্শনীর ব্যবস্থা করবেন এবং মডেল কৃষি খামার চালু ও রক্ষণাবেক্ষনের কাজে সমন্বয় সাধন করবেন।
৭। তিনি ভূ- উপরিস্থিত পানির সুষ্ঠ ব্যবহার নিশ্চিত করনে সেচ ও পানি নিষ্কাশনের জন্য খাল খনন, পুন খনন, আন্তঃ ইউনিয়ন ও উপজেলা ক্ষুদ্র সেচ প্রকল্প কাজের সমন্বয় সাধন করবেন।
৮। তিনি দানাদার ফসল, পাট, ফল ও শাক সবজি সহ অন্যান্য ফসলের উৎপাদন সম্পর্কিত প্রযুক্তি প্রসারের ব্যবস্থা নিবেন।
৯। তিনি লাগ সই কৃষি প্রযুক্তি গ্রহনে কৃষকদের উৎসাহ বৃদ্বি ও উদ্বুদ্ধ করনে স্থানীয় ভাবে কৃষি প্রযুক্তি মেলার আয়োজন করবেন।
১০। তিনি কৃষিতে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি ব্যবহার ও সম্প্রসারনে সময়োপযোগী ব্যবস্থা গ্রহন করবেন।
১১। তিনি বৈশ্বিক জলবায়ু পরিবর্তন জনিত কারনে কৃষিতে বিরুপ প্রভাব মোকাবেলা স্থানীয় পর্যায়ে উদ্যোগ গ্রহন করবেন এবং সংশ্লিষ্ট বিভাগ / সংস্থার সাথে সমন্বয় সাধন করবেন।
১২। তিনি মাটির স্বাস্থ্য রক্ষায় পরিবেশ বান্ধব গোবর ও জৈব সার তৈরি ও ব্যবহারে উৎসাহ প্রদান করবেন।
১৩। তিনি পরিবেশ সংরক্ষন ও উন্নয়নে গৃহীত কার্যক্রম বাস্তবায়ন করবেন।
১৪। তিনি উপজেলা পরিষদের অনুমোদনক্রমে জাতীয় উৎপাদন বৃুদ্বির লক্ষ্যে পতিত জমি উদ্বার ও চাষের আওতায় আনার ব্যবস্থা নিবেন।
১৫। তিনি কৃষি পণ্যের ন্যায্য মূল্য প্রাপ্তিতে স্থানীয় পর্যায়ে শস্য গুদাম নির্মাণ ও রক্ষনাবেক্ষন সংক্রান্ত দায়িত্ব পালনে আন্তঃ বিভাগীয় সমন্বয় সাধন করবেন।
১৬। তিনি কৃষক সংগঠন তৈরি ও উন্নয়নে প্রয়োজনীয় উদ্যোগ নিবেন ও রক্ষনা বেক্ষন করবেন।
১৭। তিনি কৃষক সেবা কেন্দ্র সমূহের গতিশীলতা আনয়ন ও রক্ষনাবেক্ষনের প্রয়োজনীয় ব্যবস্থা নিবেন।
১৮। তিনি কৃষি সম্প্রসারন অধিদপ্তরের প্রকল্প ও কর্মসূচীর কার্যক্রম বাস্তবায়নে তাহার উপর অর্পিত দায়িত্ব পালন করবেন।
১৯। তিনি উপজেলা পর্যায়ে আধুনিক ও টেকসই কৃষি প্রযুক্তি সম্প্রসারনে গবেষনা, সম্প্রসারন এবং কৃষকদের সমন্বয় সাধনে কাজ করবেন।
২০। তিনি অধীনস্থ সম্প্রসারন কর্মীদের কাজের তদারকী করবেন।
২১। তিনি উপজেলা সকল কৃষি বিষয়ক কমিটিতে সাচিবিক দায়িত্ব পালন করবেন।
২২। তিনি তাঁহার দপ্তরের মাধ্যমে তথ্য প্রযুক্তির প্রয়োগ ও ব্যবহার সম্প্রসারনে সার্বিক সমন্বয়কের দায়িত্ব পালন করবেন।
২৩। তিনি সরকার, উপজেলা পরিষদ বা অন্য উপযুক্ত কর্তৃপক্ষ কর্তৃক সময় সময় প্রদত্ত অন্যান্য দায়িত্ব পালন করবেন।

অতিরিক্ত কৃষি কর্মকর্তার  সেবা কার্যাবলী :
১। তিনি উপজেলা কৃষি অফিসারের নির্দেশনা দায়িত্ব পালন করবেন।
২। তিনি স্থানীয় পর্যায়ে কৃষক প্রশিক্ষনের চাহিদা নিরুপন, চিহ্নিত করন ও প্রশিক্ষন মযিউল তৈরি করনে প্রয়োজনীয় সকল ব্যবস্থা গ্রহন করবেন।
৩। তিনি মাঠ পর্যায়ের সকল কর্মকান্ড পরিদর্শনের মাধ্যমে রিপোর্ট প্রদান সহ কার্যকর ও ফলপ্রসু ব্যবস্থা গ্রহনে উপজেলা কৃষি অফিসারকে সহায়তা করবেন।
৪। তিনি উপজেলা সার ও বঝি মনিটরিং কাজে তদারকি সহ সরকার কর্তৃক প্রকাশিত গেজেটে অর্পিত নির্ধারিত দায়িদ্ব পালন করবেন।
৫। তিনি উপজেলার আন্তঃ বিভাগীয় বিভিন্ন কর্মকান্ডের সমন্বয় সাধনে উপজেলা কৃষি অফিসারকে সহায়তা করবেন।
৬। তিনি উপজেলা কৃষি অফিসারের অনপুস্থিতিতে সার্বিক দায়িত্ব পালন করবেন।
৭। তিনি সরকার, উপজেলা পরিষদ বা অন্য কোন উপযুক্ত কর্তৃপক্ষ কর্তৃক সময় সময়  প্রদত্ত অন্যান্য দায়িত্ব পালন করবেন।
কৃষি সম্প্রসারন কর্মকর্তার  সেবা কার্যাবলী :
১। তিনি উপজেলা কৃষি অফিসারের নির্দেশনা দায়িত্ব পালন করবেন।
২। তিনি শস্য উৎপাদন, সংরক্ষন, সেচ ও মাটি ব্যবস্থাপনা ইত্যাদি বিষয়ে কার্যকরী ব্যবস্থা গ্রহনে উপজেলা কৃষি অফিসারকে কারিগরী সহায়তা প্রদান করবেন।
৩। তিনি স্থানীয় পর্যায়ে কৃষি প্রযুক্তি বিস্তার ও প্রদর্শনী কার্যক্রম বান্তবায়নে উপ সহকারী কৃষি কর্মকর্তাদের কারিগরী নির্দেশনা ও সহযোগিতা প্রদান করবেন।
৪। তিনি উপজেলা সার ও বীজ মনিটরিং কাজে তদারকি সহ কীটনাশকের মাননিয়ন্তনে সরকার কর্তৃক প্রকাশিত গেজেটে অর্পিত রির্ধারিত দায়িত্ব পালন করবেন।
৫। তিনি সরকার, উপজেলা পরিষদ বা অন্য কোন উপযুক্ত কর্তৃপক্ষ কর্তৃক সময় সময়  প্রদত্ত অন্যান্য দায়িত্ব পালন করবেন।
 সহকারীকৃষি সম্প্রসারন কর্মকর্তার  সেবা কার্যাবলী :
১। তিনি উপজেলা কৃষি অফিসারের নির্দেশনা দায়িত্ব পালন করবেন।
২। তিনি কৃষি সম্প্রসারন কর্মসূচীর পরিকল্পনা বাস্তবায়ন ও মূল্যায়নের ক্ষেত্রে উপজেলা কৃষি অফিসারকে সহায়তা করবেন।
৩। তিনি কর্মচারী ও কৃষকদের প্রশিক্ষনে অংশ গ্রহনের ব্যবস্থা করবেন।
৪। তিনি কৃষি সম্পদের পরিমান নির্ধারন করবেনএবং মাঠ পর্যায়ে কোন বিষয়ের উপস্থাপনার তদারকি করবেন।
৫। তিনি সরকার, উপজেলা পরিষদ বা অন্য কোন উপযুক্ত কর্তৃপক্ষ কর্তৃক সময় সময়  প্রদত্ত অন্যান্য দায়িত্ব পালন করবেন।

 জনবল পরিস্থিতি
ক্রমিন নং
পদের বিবরণ
বরাদ্দ পদ
বরতমান করমরত
উপজেলা কৃষি অফিসার
অতিরিক্ত কৃষি অফিসার
কৃষি সম্প্রসারণ অফিসার
সহকারী কৃষি সম্প্রসারণ অফিসার
পি.পি.আই
-
উচ্চমান সহকারী
এস.এ.এ.ও
২৫
২৫
অফিস সহকারী
স্প্রেয়ার মেকানিক
-
১০
মোকাদ্দম (পিপিএম)
১১
এম এল এস এস
১২
অফিস গারড
১৩
ঝাড়ুদার
-





কৃষি সংক্রন্ত তথ্যাবলীঃ
সরবমোট আবাদী জমি-১৫,৫২০ হেক্টর
এক ফসলী জমি-৭৬২ হেক্টর
স্থায়ী পতিত জমি- ২৪৫৯ হেক্টর
দুই ফসলী জমি-৮৭৭০ হেক্টর
সাময়িক জমি-৩,৫০০ হেক্টর
তিন ফসলী জমি-৪৯৬৪ হেক্টর
আবাদ যোগ্য পতিত জমি-৫২০ হেক্টর
মোট ফসলী জমি-৩৩,২০৫ হেক্টর
নীট ফসলী জমি-১৪,৫০০ হেক্টর
ফসলের নিবিড়তা-২২৯%

কৃষি ব্লকের সংখ্যা-২৫টি

কৃষি পরিবেশ অঞ্চল-৩টি