মঙ্গলবার, ২৫ অক্টোবর, ২০১১

এক নজরে উপজেলা মহিলা বিষয়ক অফিসের কার্যক্রম


আরমানা হক,উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা
             

অফিস প্রধানের নাম : আরমানা হক
              উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা
              নকলা, শেরপুর।
নিজ জেলা-জামালপুর।
নকলাতে যোগদান : ০৫-০৯-২০০৫
মোবাইল : ০১৭১৮-০৯৬৯৭৬
জনবল:-
ক্রমিক নং
পদবী
বরাদ্দ পদ
কর্মরত
উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা-
অফিস সহকারী কাম-কম্পিউটার অপারেটর
ক্রেডিট সুপারভাইজার
ট্রেনার
এম.এল.এস.এস



উন্নয়নমূলক কার্যক্রম:-

১।  দু:স্থ মহিলাগণকে আয় বর্ধক দক্ষতা উন্নয়নমূলক ও সামাজিক সচেতনতা মূলক কর্মকান্ডের উপর ১ বছর মেয়াদী প্রশিক্ষণ দেওয়া হয়।
২। অত্র মহিলা বিষয়ক কার্যালয়ের ব্যবস্থাপনায় বিধবা, দু:স্থ ও স্বামী পরিত্যক্তা মহিলাদেরকে মাসিক ভাতা প্রদান করা হয়।
৩। াতা।াভাববববববঅত্র এলাকার অসহায় দু:স্থ মাহিলাদেরকে স্বানির্ভরতা অর্জনে সহায়তা হিসেবে ক্ষুদ্র ঋণ হিসেবে টাকা প্রদান করা হয়েছে।
৪। প্রতিমাসে নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ কমিটি, যৌতুক বিরোধী এবং মহিলা উন্নয়ন সমন্বয় কমিটির সভা করা হয়। নারী ও শিশু নির্যাতন সংক্রান্ত মামলার বিচার করা হয়।
৫। ম্যাজিষ্ট্রেট আদালতের প্রেরিত নারী ও শিশু নির্যাতন সংক্রান্ত মামলার তদন্ত করা হয়। নারী ও শিশু নির্যাতন সংক্রান্ত মামলার বিচার করা হয়।
৬। অত্র উপজেলাধী ২টি থঅনায় দায়েরকৃত নারী ও শিশু নির্যাতন সংক্রান্ত মামলার তথ্য সংগ্রহ করা হয় এবং তাহা উর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়।
৭। স্বেচ্ছাসেবী মহিলা সিমিতিসমূহরে গঠন ও রেজিস্ট্রেশন দেওয়অ হয়।
৮। ভিজিডি কর্মসূচীল আওতায় সুবিধ প্রাপ্ত ১৭৬৯ টি পরিবার ৯ টি ইউনিয়ন হইতে চাল পাচ্ছেন। উহার তদারকি করা হয় এবং তাহাদের সঞ্চয় ঠিকমত জমা করার পরামর্শ দেওয়া হয়।
৯। প্রতি বছর বিভিন্ন জাতীয় ও আন্তর্জাতিক দিবস, সপ্তাহ ও পক্স উদযাপন করা হয়।
১০। উপজেলা আইন শৃঙ্খলা কমিটিরি সভা ও মাসিক সমন্বয় সভায় যোগদান করা হয়।
১১। উপরোক্ত কার্যাবলী ছাড়াও সময় সময় উর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে যাবতীয় কাজ কর্ম ও দাপ্তরিক নিয়মিত কাজকর্ম করা হয়।
১২। প্রতি বছর স্বেচ্ছাসেবী সমিতি সমূহের অনুদানের অর্থ প্রদান করা হয়।
১৩। দু:স্থ মেয়েদের ২বছরের মাতৃত্ত্বকালী ভাতা প্রদান করা হয়েছে।