নিজ জেলা :- কুষ্টিয়া
নকলাতে যোগদানের তারিখ :- ২৯/০৩/২০০৯ খ্রিঃ।
মোবাইল :-০১৭১২-৮৯৭৮২৭
বাংলাদেশ পুলিশ তথা নকলা থানা পুলিশ শৃংখলা, নিরাপত্তা, প্রগতি এই শ্লোগানকে সামনে রেখে এগিয়ে যাচ্ছে। পুলিশ বাহিনীর মূল দায়িত্ব আইন শৃংখলা রক্ষা এবং জনসাধারণের জান-মালের নিরাপত্তা বিধান করা। পুলিশ জনগণের বন্ধু এই আদর্শকে সামনে রেখে বিপদে, আপদে, দূর্যোগে সর্বক্ষণ জনগণের পাশে থেকে নিরবিছিন্নভাবে তাদের উপর অর্পিত সরকারী দায়িত্ব নিরলস ভাবে পালন করে যাচ্ছে। এক দিকে দুষ্টের দমন অন্য দিকে শিষ্টের পালন করতে গিয়ে জনগণের সাথে নিবিড় সম্পর্ক আরো সু-দৃঢ় হচ্ছে। পুলিশের প্রতি মানুষের অবিচল আস্থা, আইনের শাসন প্রতিষ্ঠা ও সরকারী ম্যান্ডেট বাস্তবায়নের লক্ষ্যে অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছে। এছাড়া পুলিশ সামাজিক অবক্ষয় রোধ ও সুশাসন প্রতিষ্ঠার লক্ষ্যে মাদক বিরোধী অভিযান, অবৈধ অস্ত্র উদ্ধার, জুয়াড়ী গ্রেপ্তার, যৌন নিপিড়নকারী ও ইভটিজারদের গ্রেপ্তারসহ সকল প্রকার অপরাধমূলক কর্মকান্ড নিরসনে বাস্তবমুখী পদক্ষেপ গ্রহণ করে আসছে।
বিজয় দিবস-২০১১ এ মার্চ পাস্টে নকলা থানা পুলিশ দল |
নাগরিক সেবাসমূহঃ
১। আইন শৃংখলা রক্ষা, নারী নির্যাতন রোধ করা এবং জন সাধারণকে সচেতন করা, বাল্য বিবাহ রোধ করা, জমি-জমা সংক্রান্ত বিরোধ নিষ্পত্তিতে সহযোগিতা করা ইত্যাদি।
২। চুরি, ডাকাতি, খুন, ছিনতাই, ধর্ষণ, নারী নির্যাতন ইত্যাদি বিষয়ে থানায় রুজুকৃত মামলা সমূহ যথাযথভাবে তদন্ত করা দোষীদের বিচারার্থে আদালতে সোপর্দ করা।
৩। জনসাধারণের যানমালের নিরাপত্তা বিধানসহ আইন শৃংখলা রক্ষায় ডিউটি করা। এলাকায় শান্তি শৃংখলা বজায় রাখা এবং মাদক দ্রব্য উদ্ধারসহ মাদকদ্রব্য বেচাকেনার সাথে জড়িতদের গ্রেফতার করা।
নকলা থানার পুলিশ কর্মকর্তা ও কর্মচারীদের বিবরণী :-
ক্রমিক নং | পদবী | মঞ্জুরীকৃত | বরতমান পদ |
১ | পরিদর্শক | ২ | ২ |
২ | এস আই | ৬ | ৫ |
৩ | এ এস আই | ৫ | ৫ |
৪ | হাবিলদার | ১ | ১ |
৫ | নায়েক | ১ | ০ |
৬ | কনস্টেবল | ২০ | ২০ |
নকলা থানার অফিসারদের মোবাইল ফোন নম্বর :-
ক্রমিক নং | নাম ও পদবী | মোবাইল নম্বর |
১ | এস. আই. সরোয়ার হোসেন | ০১৭১২-৬০২৪১৮ |
২ | এস. আই. সুরুজ্জামান | ০১৭৩৪-১৯১২১৬ |
৩ | এস. আই. মোস্তাফিজুর রহমান | ০১৯১৩-৫৮৩১৪০ |
৪ | এস. আই. আমিনুর রহমান | ০১৭১২-৯১৭৮৮২ |
৫ | এস. আই. শহিদুজ্জামান | ০১৭১২-০৫০৩৩৬ |
৬ | এ. এস. আই. আজিজুল | ০১৭১৭-৬২৫৬২২ |
৭ | এ. এস. আই. আরিফুল | ০১৭২০-৩৬৫৪৬৯ |
৮ | এ. এস. আই. জহুরুল | ০১৭১২-৯৩৩৪৬৬ |
৯ | এ. এস. আই. রবিউল ইস: | ০১৭১৫-৮৮৪৭১০ |
১০ | এ. এস. আই. আ: হান্নান | ০১৭১২-৭৭৩৭৭৭ |