মো: সাদেকুল ইসলাম খান, উপজলা পল্লী দারিদ্র্য বিমোচন কর্মকর্তা |
এক নজরে পল্লী দারিদ্র বিমোচন ফাউন্ডেশন এর কার্যক্রম
অফিস প্রধানের নাম : মো: সাদেকুল ইসলাম খান
উপজেলা দারিদ্র বিমোচন কর্মকর্তা, নকলা, শেরপুর।
নকলাতে যোগদান : ০৮-১০-২০০৬
নিজ জেলা- নেত্রকোণা
মোবাইল-০১৭২১-৯২৬৯০১
অসুবিধা গ্রস্থ ও দারিদ্র পীড়িত জনগোষ্ঠীর দারিদ্র বিমোচনের লক্ষ্যে মহান জাতীয় সংসদে ১৯৯৯ সালের ২৩ নং আইন বলে পল্লী দারিদ্র বিমোচন ফাউন্ডেশনর এর কার্যক্রম শুরু হয়। সেই থেকে অদ্যাবধি অত্যন্ত সুষ্ঠু ও সফলতার সাথে দারিদ্র পীড়িত জনগোষ্ঠীকে সেবা প্রদান সহ নারীদের ক্ষমতায়নে বিশেষ ভূমিকা পালন করে আসছে। চলতি বছরে উক্ত প্রতিষ্ঠানটির এক যুগ পূর্তি উপলক্ষ্যে মাননীয় প্রধানমন্ত্রী ৯ জুলাই ২০১১ তারিখ বঙ্গবন্ধু আন্তজার্তিক সম্মেলন কেন্দ্রে যুগ পূর্তি অনুষ্ঠান শুভ উদ্বোধন করেন এবং প্রতিষ্ঠানটির কার্যক্রমের ভূয়সী প্রশংসা করেন।
কার্যক্রম:
ü আয় বৃদ্ধি মূলক কর্মকান্ডের প্রশিক্ষণ
ü নের্তৃত্ব বিকাশ ও দল উন্নয়ন
ü দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ
ü প্যারা টেকনেশিয়ান
ü সুবিধাভোগী সমিতি ভিত্তিক ক্ষুদ্রঋণ বিতরণ
ü ক্ষুদ্র উদ্যোক্তাদের মাঝে ঋণ বিতরণ
জনবল পরিস্থিতি :
ক্রমিক নং | পদবী | অনুমোদিত পদ | কর্মরত |
১ | উপজেলা পল্লী দারিদ্র বিমোচন কর্মকর্তা | ১ | ১ |
২ | সহকারী উপজেলা পল্লী দারিদ্র বিমোচন কর্মকর্তা (ক্ষুদ্র ঋণ) | ১ | ০ |
৩ | সহকারী উপজেলা পল্লী দারিদ্র বিমোচন কর্মকর্তা (সেলপ) | ১ | ১ |
৪ | হিসাব রক্ষক | ১ | ০ |
৫ | মাঠ সংগঠক | ৫ | ৫ |
৬ | বার্তা বাহক | ১ | ১ |