এক নজরে উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের কার্যক্রম
অফিস প্রধানের নাম : মতিউর রহমান
উপ-সহকারী প্রকৌশলী, নকলা, শেরপুর।
নিজ জেলা-ময়মনসিংহ,
নকলাতে যোগদান : ৩০-০৯-২০১০
মোবাইল- ০১৭১৬-২৭৩৩৭৮
নিরাপদ পানি পান করুন।
স্বাস্থ্য সম্মত ল্যাট্রিন ব্যবহার করুন।
পরিষ্কার পরিচ্ছন্ন থাকুন।
জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর ১৯৪৭ দেশ ভাগের পর সৃষ্টি হয়েছে। দেশ ভাগের পর গ্রাম ও শহর অঞ্চলে জন সাধারনের মধ্যে নিরাপদ পানি ও পয়ঃনিস্কাশনের কাজ করে আসছে। নলকুপের মাধ্যমে সরবরাহ করেছে। দেশ স্বাধীন হওয়ার পর ইউনিসেফ ও বাংলাদেশ সরকারের যৌথ উদ্যোগে গ্রাম অঞ্চলে নিরাপদ পানি ও স্বাস্থ্য সম্মত পয়ঃনিস্কাশন সুবিধা কার্যক্রম নেয়া হয়। এছাড়া পাইপ লাইনের মাধ্যমে পৌর এলাকায় নিরাপদ পানি সরবরাহ করা হয়। জ.স্বা.প্র.অ. অগভীর, গভীর, তারা গভীর, তারা অগভীর, ভি.এস.এস.টি, এস.এস.টি, পি.এস.এফ, রিং ওয়েল ইত্যাদির মাধ্যমে দেশের বিভিন্ন এলাকায় নিরাপদ পানি সরবরাহ ও স্যানিটেশন কাজ করে থাকে। পৌর এলাকায় উৎপাদন নলকূপ ও ওভার হেড ট্যাংক, ওয়াটার ট্রিটম্যান্ট প্লান্ট, আয়রণ রিমুভিং প্লান্ট ইত্যাদির মাধ্যমে নিরাপদ পনি সরবরাহ করে থাকে। রিং-স্লাব ও কমিউনিটি ল্যাট্রিন এর মাধ্যমে পয়ঃনিস্কাশন কাজ করে থাকে। স্যানিটেশন ব্যবস্থার উন্নয়নে কাজ করে।জনবল পরিস্থিতি :
ক্রমিক নং | পদবী | বরাদ্দ | কর্মরত |
১ | উপ-সহকারী প্রকৌশলী | ১ | ১ |
২ | সিসিটি | ১ | ১ |
৩ | মেকানিক | ৪ | ১ |
৪ | এমএলএসএস | ১ | ০ |
৫ | চৌকিদার | ১ | ০ |
৬ | ভিএস ম্যাশন | ২ | ২ |
৭ | ভিএস লেবার | ২ | ২ |