উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা,
নকলা, শেরপুর।
নিজ জেলা :- জামালপুর।
নকলাতে যোগদান :- ৩০/০১/২০১১ খ্রিঃ।
মোবাইল নং- ০১৭২০-০৬১৬৪৬.
সিটিজেন চার্টার:
এ কার্যালয় থেকে আপনি যে সব সেবা ও সহযোগিতা পেতে পারেন।১। প্রাথমিক সমিতি/দল (পুরম্নষ/মহিলা) গঠন, ঋণ গ্রহণে পরামর্শ প্রদান ও এতদসংক্রামত্ম যাবতীয় তথ্য এবং ফরম সরবরাহ।
২। সদস্যদের শেয়ার ও সঞ্চয় আমানত সংগ্রহের মাধ্যমে নিজস্ব পূজি গঠন।
৩। সমিতির সদস্যগনকে সহজ শর্তে কৃষি উৎপাদন ও কৃষি উপকরণের জন্য (সার, বীজ, কীটনাশক এবং সেচ যন্ত্রপাতি) ঋণ প্রদান।
ক) সোনালী ব্যাংকের মাধ্যমে কৃষি ঋণ ও (খ) অগ্রনী ব্যাংক/বাংলাদেশ কৃষি ব্যাংকের মাধ্যমে আবর্তক ÿুদ্র ঋণ।
৪। সমন্বিত দারিদ্র বিমোচন কর্মসূচী (সদাবিক), পলস্নী প্রগতি প্রকল্প (পপ্রপ), আওতায় অনানুষ্ঠানিক দল গঠন এবং উৎপাদনমূখী ও আয়বৃদ্ধিমূলক কর্মকান্ডের জন্য ঋন প্রদান।
৫। আনুষ্ঠানিক সদস্যদের নিবন্ধনের পরপরই এবং অনানুষ্ঠানিক দল গঠনের ৮ সপ্তাহ পর সদস্যদের ঋণ প্রদান করা হয়।
৬। সমবায়ীদের উৎপাদিত শষ্যের বাজারজাত করণের সুযোগ সৃষ্টি এবং ন্যায্য মূল্য প্রাপ্তিতে সহায়তা।
৭। নারীর ক্ষমতায়ন ও নারীর নেতৃত্ব বিকাশে সচেতনতা বৃদ্ধি, নারী নির্যাতন রোধ ও যৌতুক প্রথা নির্মূলে সচেতনতা সৃষ্টিতে সহায়তা।
৮। সদস্যদের বয়স্ক শিক্ষা, স্বাস্থ্য, পুষ্টি ও পরিবার পরিকল্পনা ইত্যাদি বিষয়ে পরামর্শ ও সেবা।
৯। বৃক্ষরোপন ও স্যানিটেশন সম্পর্কে সচেতনতা বৃদ্ধি কল্পে পরামর্শ ও সহযোগীতা।
১০। অস্বচ্ছল মুক্তিযোদ্ধা ও তাদের পোষ্যদের আত্নকর্মসংস্থান সৃষ্টির লক্ষেক্ষ্যে নামমাত্র সেবা মূল্যের বিনিময়ে ঋণ প্রদান।
১১। গ্রামীন দরিদ্র মানুষের আর্থ-সামাজিক উন্নয়নে সহযোগীতা গ্রদান এবং গ্রামীন নেতৃত্বের বিকাশ ও দেশের অর্থনৈতিক উন্নয়নে দরিদ্র জনগেষ্ঠীকে সম্পৃক্ত করণ।
১২। এ অফিসের কোন কর্মকর্তা/কর্মচারীর বিরম্নদ্ধে অভিযোগ থাকলে উপজেলা পলস্নী উন্নয়ন কর্মকর্তার নিকট উথাপন করা হলে তার প্রতিকার করা হবে।
১৩। উপজেলায় বসবাসরত যে কোন ব্যক্তিকে সেবা সংক্রামত্ম তথ্য প্রদানে এ অফিস প্রতিশ্রম্নতিবদ্ধ।
১৪। ঋণ বাবদ মঞ্জুরীকৃত সমুদয় টাকা বৃঝে নিন। সমুদয় টাকা বুঝে না পেয়ে ঋণ বিতরনের সনদ পত্রে স্বাক্ষর করবেন না।
আজই আপনি উপজেলা পলস্নী উন্নয়ন কর্মকর্তার সাথে যোগাযোগ করে আপনার অর্থনৈতিক ও সামাজিক অবস্থা পরিবর্তনের সুযোগ নিন। বি,আর,ডি,বি আপনাদের সেবায় নিয়োজিত।
১। সমিতি গঠন
প্রকল্পের নাম | অগ্রগতি | ক্রম বর্ধিত | |
মাসে | বছরে | ||
১) মূল প্রকল্প | |||
ক) কৃষক সমবায় সমিতি | - | - | ৭৮ টি |
খ) পল্লী প্রগতি প্রকল্প | - | - | ২১ টি |
গ) সদাবিক | - | - | ৫৪ টি |
২) সদস্য ভর্তি | |||
ক) কৃষক সমবায় সমিতি | - | - | ২২৯১ জন |
খ) পল্লী প্রগতি প্রকল্প | - | - | ৫৭৫ জন |
গ) সদাবিক | - | - | ১৫৩২ জন |
৩) শেয়ার জমা | |||
ক) কৃষক সমবায় সমিতি | - | - | ৯.০৭৩ |
খ) সদস্য ভর্তি | |||
ক) কৃষক সমবায় সমিতি | - | - | ৬,০০০ |
খ) পল্লী প্রগতি প্রকল্প | ১৫,০০০ | ৪৩,০০০ | ৬,৭৮,০০০ |
গ) সদাবিক | ৫১,০০০ | ১,২০,০০০ | ১৮,৪৫,০০০ |
সেচ যন্ত্রের বিবরণ :-
বিতরণ কৃত সেচ যন্ত্রের সংখ্যা | পরিশোধ কৃত সেচ যন্ত্রের সংখ্যা | বকেয়া আছে এমন সেচ যন্ত্রের সংখ্যা |
ক) গভীর নলকূপ- ৭টি | ৫টি | ২টি |
খ) অগভীল নলকুপ- ৪টি | ৪টি | - |
এক নজরে একটি বাড়ি একটি খামার প্রকল্প :-
১। অর্থ বছর- ২০১০-২০১১
২। দল গঠন - ২০টি
৩। সদস্য ভর্তি - ১২০০ জন।
৪। ইউনিয়নের সংখ্যা- ৪টি
ক. গণপদ্দি
খ. উরফা
গ. গৌড়দ্বার
ঘ. পাঠাকাটা
৫। গ্রামের সংখ্যা- ২০টি
ক. গণপদ্দি- কৃষ্ণপুর, গজারিয়া, চিথলিয়া, মেদীরপাড়, গণপদ্দি।
খ. উরফা- হাসন খিলা, বারমাইসা, লয়খা, শালখা, উরফা।
গ. গৌড়দ্বার- লাভা, পাইস্কা, ছাতুগাঁও, তেঘড়ি, গৌড়দ্বার।
ঘ. পাঠাকাটা- মোজাকান্দ, পাচঁকাহনিয়া, পলাশ কান্দি, দশ কাহনিয়া, নামা কৈয়াকুড়ি।
সম্পদ বিতরণ : মোট ২৮ লক্ষ টাকা
ক্রমিক নং | বিবরণ | উপকার ভোগীর সংখ্যা | হার | মোট |
১ | গাভী পালন | ১০০ জন | ২০,০০০/- | ২০,০০,০০০/- |
২ | হাঁস-মুরগী পালন | ৩০ জন | ৫০০০/- | ১,৫০,০০০/- |
৩ | সবজি বাগান তৈরী | ১২০ জন | ১০০০/- | ১,২০,০০০/- |
৪ | গাছের চারা | ৯০ জন | ১০০০/- | ৯০,০০০/- |
৫ | টিন সহায়তা | ৪৪ জন | ১০,০০০/- | ৪,৪০,০০০/- |