সুজলা সুফলা শস্য শ্যামলা আমাদের এই বাংলাদেশ । এর কোথাও পাহাড় কোথাও বিল, কোথাও বা সুনীল সাগর কোথাও ঝিল। অপরুপ সুন্দর নদী মেখলা এই দেশ টির উত্তর পূর্ব সীমান্ত ঘেঁষে গাড়ো পাহাড়ের পাদদেশে শেরপুর জেলার অন্তর্গত নকলা উপজেলার অবস্থান।
ভৌগলিক দিক থেকে উপজেলাটি 24.53 উত্তর অক্ষাংশ থেকে 25,.02 উত্তর অক্ষাংশ এবং 90.07 পূর্ব দ্রাঘিমাংশ থেকে 90.15 পূর্ব দ্রাঘিমাংশ এর বাস্তব অবস্তান। উপজেলাটির উত্তরে রয়েছে নালিতাবাড়ী, উত্তর পূর্ব দিকে হালুয়াঘাট, পূর্বে ফুলপুর, দক্ষিণ পূর্ব দিকে কোতয়ালী ময়মনসিংহ, দক্ষিণে জামালপুর এবং পশ্চিমে শেরপুর সদর তথা শেরপুর জেলা।
ক্ষুদ এই উপজেলা টি আয়তন ১৭৪.৮০ বর্গ কিলোমিটার। মোট ইউনিয়ন নয়টি, পৌরসভা একটি এবং গোচ্ছ গ্রাম সহ মোট গ্রাম ১১৭ টি।
ভৌগলিক দিক থেকে উপজেলাটি 24.53 উত্তর অক্ষাংশ থেকে 25,.02 উত্তর অক্ষাংশ এবং 90.07 পূর্ব দ্রাঘিমাংশ থেকে 90.15 পূর্ব দ্রাঘিমাংশ এর বাস্তব অবস্তান। উপজেলাটির উত্তরে রয়েছে নালিতাবাড়ী, উত্তর পূর্ব দিকে হালুয়াঘাট, পূর্বে ফুলপুর, দক্ষিণ পূর্ব দিকে কোতয়ালী ময়মনসিংহ, দক্ষিণে জামালপুর এবং পশ্চিমে শেরপুর সদর তথা শেরপুর জেলা।
ক্ষুদ এই উপজেলা টি আয়তন ১৭৪.৮০ বর্গ কিলোমিটার। মোট ইউনিয়ন নয়টি, পৌরসভা একটি এবং গোচ্ছ গ্রাম সহ মোট গ্রাম ১১৭ টি।