উপরে যান

শুক্রবার, ২১ অক্টোবর, ২০১১

এক নজরে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়



অফিস প্রধানের নাম : মোঃ হানিফ উদ্দীন
             উপজেলা নির্বাহী কর্মকর্তা, নকলা, শেরপুর
          নিজ জেলাঃ জামালপুর। 
                মোবাইল-০১৭২০-২৫২৯৮১
                নকলাতে যোগদানের তারিখ : ১৭-০৫-২০০৯

উপজেলা নির্বাহী অফিসারের দায়িত্ব : উপজেলার সার্বিক দায়িত্ব, আইন-শৃঙ্খলাসহ যাবতীয় কার্যক্রম পালন

উপজেলা মৌলিক তথ্যাবলী :
,৬২,৯৫২ জন লোক সংখ্যা অধ্যুষিত নকলা উপজেলার আয়তন ১৭০.৫৩ বর্গ কিলোমিটারএ উপজেলার অন্যান্য তথ্যাবলী নিম্নে তুলে ধরা হলো :
ইউনিয়ন পরিষদ
০৯ টি
ইউনিয়ন ভূমি অফিস
০৭ টি
মৌজা
৮৮ টি
গ্রামের সংখ্যা
১১৬ টি
কলেজ
০৩ টি
উচ্চ বিদ্যালয়
২১ টি
সরকারী প্রাথমিক বিদ্যালয়
৫৬ টি
বেসরকারী প্রাথমিক বিদ্যালয়
৪০ টি
নিম্ন মাধ্যমিক বিদ্যালয়:
০৩ টি
১০
মাদ্রাসার সংখ্যা
১৬ টি
১১
হাট বাজার (পৌরসভাসহ)
২১ টি
১২
জল মহাল
০৬ টি
             
সিটিজেন চার্টার :
উপজেলা আইন শৃঙ্খলা বজায় রাখতে আইনগত কার্যক্রম গ্রহনে পুলিশকে সহায়তাদান
নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে ইউনিয়ন পর্যায়ের সমাজের সকল শ্রেণীর লোককে সম্পৃক্ত করে তৃণমূল পর্যায়ে তদারকির ব্যবস্থা গ্রহণ করা হয়
সকল ইউনিয়নের হত দরিদ্র ব্যক্তিদের বিনামূল্যে স্যানিটেশন সুবিধা প্রদান করা হয়
উপজেলার জন্ম মৃত্যু সংক্রান্ত তথ্য ইউনিয়ন পর্যায়ে লিপিবদ্ধকরণ প্রক্রিয়া তদারকীর ব্যবস্থা গ্রহণ
এডিপির অর্থায়নে গৃহীত প্রকল্প বাস্তবায়ন ও তদারকীর ব্যবস্থা গ্রহণ
সরকারের বরাদ্দকৃত অর্থে টিআর, কাবিখা, কাবিটা ইত্যাদি প্রকল্প বাস্তবায়ন ও তদারকীর ব্যবস্থা গ্রহণ
সরকারের বরাদ্দকৃত অর্থে অত্র উপজেলায় বাস্তবায়িত প্রকল্পের (এলজিইডি) তদারকীতে সহযোগিতা
কৃষি খাতে উন্নয়নমূলক বিভিন্ন প্রকল্প বাস্তবায়ন ও তদারকী করা হয়
উপজেলার আদিবাসী জনগোষ্ঠীর উন্নয়নের জন্য সকল প্রকল্প বাস্তবায়ন, তদারকী ও সহযোগিতা
উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তার মাধ্যমে পশু পালন ও ক্ষুদ্র ঋণ প্রকল্প বাস্তবায়নে সহযোগিতা
উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তার মাধ্যমে দারিদ্র্য বিমোচনমূলক সকল কার্যক্রম বাস্তবায়ন ও সহযোগিতা
উপজেলা মুক্তিযোদ্ধা কমিটির মাধ্যমে মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধা পরিবারদের উন্নয়নে ঋণ প্রদান ও ঋণ আদায় কার্যক্রম
মুক্তিযোদ্ধা সম্মানীভাতা প্রদান কার্যক্রম বাস্তবায়ন
উপজেলা শিক্ষা কমিটির মাধ্যমে শিক্ষা বিষয়ক সকল প্রকার কাজে সহায়তাদান
উপজেলায় নিয়োজিত এনজিওদের কার্যক্রম তদারকী ও সরকারি নির্দেশনামতে সহযোগিতা প্রদান
আশ্রায়ন প্রকল্প, আশ্রয়ন ফেইজ-২, আদর্শগ্রাম ও গুচ্ছগ্রামে বসবাসকারীদের উন্নয়নমূলক কাজে সহযোগিতা
ভূমিহীনদের আবাসন ব্যবস্থায় সহযোগিতা প্রদান
ইউনিয়ন পরিষদের বিভিন্ন উন্নয়নমূলক কাজে যোগাযোগ, নিয়মিত পরিদর্শন ও প্রশাসনিক সহযোগিতা প্রদান
উপজেলা পরিষদ থেকে নীতিমালা মোতাবেক সকল হাট-বাজার ইজারা প্রদান করা হয় এবং প্রাপ্ত অর্থ সংশ্লিষ্ট খাতগুলোতে জমা প্রদান করা হয়
ইউপি সচিবদের ২৫% সরকারি বেতন ভাতার চেক জেলা প্রশাসক মহোদয় বরাবরে প্রেরণ করা হয়
দফাদার মহল্লাদার নিয়োগের নিমিত্ত সিলেকশন বোর্ড এবং দফাদার ও মহল্লাদারদের ইউপি অংশের বকেয়া বেতন ভাতা পরিশোধ করা হয়
উপজেলায় প্রতি মাসে নূ্ন্যতম একবার উপজেলা পরিষদ সভা আহবান করা হয়
উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভা, নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ কমিটির সভা, যৌতুক নিরোধ বিষয়ক কমিটির সভা, উপজেলা রাজস্ব সম্মেলনসহ বিভিন্ন সভা আহবান করে আলোচনার মাধ্যমে সিদ্ধান্ত গ্রহণ করা হয়
বয়স্কভাতা, বিধবা ভাতা ও ভিজিডি কার্ডের জন্য যাচাই-বাছাই করে তালিকা তৈরীকরণ ও ভাতা প্রদান কার্যক্রম পরিচালনায় কমিটির সদস্য সচিবকে সহায়তা প্রদান করা হয়
সার্টিফিকেট মামলার মাধ্যমে বিভিন্ন সংস্থার খেলাপী ঋণ আদায়ের ব্যবস্থা করা হয়ে থাকে
ভূমিহীনদের মধ্যে বিধি মোতাবেক খাস জমি বিতরণ করা হয়
উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে উপজেলা অধিক্ষেত্রে মোবাইল কোর্ট পরিচালনার মাধ্যমে ন্যায় বিচার প্রতিষ্ঠাসহ সমাজে শান্তি-শৃঙ্খলা রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করা হয়
জেলা সদর ব্যতীত সদর উপজেলা অন্যান্য অংশে প্রয়োজনে ১৪৪ ধারা জারী করা হয়
পাবলিক পরীক্ষাসমূহ পরিচালনার দায়িত্ব পালন
সরকারী বিভিন্ন উন্নয়ন মূলক কর্মকান্ড বাস্তবায়নে তদারকী করা হয়

সিটিজেন চার্টার 


সিটিজেন চার্টার
সেবার নাম
সেবা প্রদানের পদ্ধতি
সেবা প্রদানের সময়
নির্দিষ্ট সেবা প্রদানে ব্যর্থ হলে প্রতিকারের বিধান
১) উপজেলার বিভিন্ন অফিসের বিভাগীয় কার্যক্রম তদারকি সংক্রান্ত
যে কোন বিভাগীয় অফিসের কোন সমস্যা থাকলে বা কোন অফিসের কাজ কর্ম সম্পর্কে অভিযোগ থাকলে দ্রুত সমাধানের ব্বস্থা করা হয়
অভিযোগের ধরণ অনুযায়ী যথাসম্ভব স্বল্প সময়ের মধ্যে নিষ্পত্তি করা হয়
অভিযোগ থাকলে উপজেলা নির্বাহী অফিসারের সাথে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো
২) ইউপি চেয়ারম্যান/ সদস্যদের সম্মানী ভাতা এবং দফাদার/গ্রাম পুলিশদের ভাতা সংক্রান্ত
অর্থ প্রাপ্তি সাপেক্ষে ইউপি চেয়ারম্যান/সদস্যদের সম্মানী ভাতা এবং দফাদার/গ্রাম পুলিশদের বেতন ভাতা গ্রহণের জন্য অবহিত করা হয়
অবহিত করার পর দ্রুত বন্টনের ব্যবস্থা করা হয়
অভিযোগ থাকলে উপজেলা নির্বাহী অফিসারের সাথে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো
৩) ব্যবসা বাণিজ্য সংক্রান্ত
লাইসেন্স ও অনাপত্তি সংক্রান্ত কোন তদন্ত প্রতিবেদন চাওয়া হলে দ্রুত প্রতিবেদন প্রেরণের ব্যবস্থা নেয়া হয়
৭-১৫ কর্মদিবসের মধ্যে প্রতিবেদন প্রেরণের ব্যবস্থা নেয়া হয়
তদন্ত প্রতিবেদন নির্ধারিত সময়ের মধ্যে প্রেরণ না করা হলে উপজেলা নির্বাহী অফিসারের সাথে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো
৪) ভূমি সংক্রান্ত
ভূমি বন্দোবস্ত, নবায়ন, উচ্ছেদ সংক্রান্ত বিষয়ে দ্রুত ব্যবস্থা নেয়া হয়
সহকারী কমিশনার (ভূমি) এর তদন্ত প্রতিবেদনের আলোকে ১-৭ কার্য দিবসের মধ্যে ব্যবস্থা নেয়া হয়
অভিযোগ থাকলে উপজেলা নির্বাহী অফিসারের সাথে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো
৫) হাটবাজার সংক্রান্ত
প্রতি বাংলা সনে নিলাম বিজ্ঞপ্তি পত্রিকায় প্রকাশের পর উপজেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভার মাধ্যমে হাট বাজার ইজারা প্রদান করা হয়
ইজারা প্রক্রিয়া সম্পন্ন হলে ১-২ দিনের মধ্যে ইজারাদারের নিকট হাটবাজার হস্তান্তর করা হয়
অভিযোগ থাকলে উপজেলা নির্বাহী অফিসারের সাথে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো
৬) শিক্ষা ও কল্যাণ
১) কলেজ/উচ্চ বিদ্যালয়/মাদ্রাসা সমুহের বিল দাখিলের সাথে সাথে পরীক্ষান্তে দ্রুত পাশ করার ব্যবস্থা নেয়া হয়
২) গভর্নিং বডি, ম্যানেজিং কমিটির নির্বাচন পরিচালনার ব্যবস্থা নেয়া হয়
৩) বিভিন্ন অভিযোগ তদন্ত সাপেক্ষে দ্রুত নিষ্পত্তি করা হয়
১) বিল দাখিলের ৩ কার্য দিবসের মধ্যে ব্যবস্থা নেয়া হয়
২) তফসীল অনুযায়ী নির্দিষ্ট সময়ের মধ্যে নির্বাচন কাজ সম্পন্ন করা হয়
৩) অভিযোগের ধরণ অনুযায়ী ৭-১৫ কর্ম দিবসের মধ্যে নিষ্পত্তি করা হয়
১) ৩ কার্যদিবসের মধ্যে বিল পরিশোধে ব্যর্থ হলে উপজেলা নির্বাহী অফিসারের সাথে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো
২) অভিযোগ থাকলে উপজেলা নির্বাহী অফিসারের সাথে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো
৩) অভিযোগ বিষয়ে ব্যবস্থা গ্রহণ না করা হলে উপজেলা নির্বাহী অফিসারের সাথে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো
৭) সার্টিফিকেট মামলা
রুজুকৃত সার্টিফিকেট মামলাসমূহের ঋণ আদায়ের ব্যবস্থা নেয়া হয়
ঋণ আদায়ে যথাযথ নীতিমালা অনুসরণ করে ব্যবস্থা নেয়া হয়
মামলা বিষয়ে কোন অভিযোগ থাকলে উপজেলা নির্বাহী অফিসারের সাথে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো
৮) ত্রাণ সংক্রান্ত কার্যক্রম
ভিজিডি, ভিজিএফ, টিআর, কাবিখা, কাবিটা প্রকল্পের কাজ নীতিমালা অনুযায়ী জনগণের উন্নয়নমূলক কাজ সম্পন্ন করার ব্যবস্থা গ্রহণ করা হয়এছাড়া আকস্মিক প্রাকৃতিক দুর্যোগ দেখা দিলে ক্ষতিগ্রস্ত লোকজনদের সরকারী ভাবে সাহায্য প্রদানের প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হয়
নীতিমালা অনুসরণ করে বর্ণিত প্রকল্পের কাজ দ্রুত বাস্তবায়নের পদক্ষেপ গ্রহণ করা হয়
কাজের বিষয়ে কোন অভিযোগ থাকলে উপজেলা নির্বাহী অফিসারের সাথে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো
৯) বিবিধ অভিযোগ
অভিযোগ পাওয়ার সাথে সাথে দ্রুত নিষ্পত্তির ব্যবস্থা নেয়া হয়
অভিযোগের ধরণ অনুযায়ী প্রয়োজনীয় সময়ের মধ্যে নিষ্পত্তি করা হয়
অভিযোগ থাকলে উপজেলা নির্বাহী অফিসারের সাথে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো

চিত্রঃ উপজেলা নির্বাহী অফিসের সাংগঠনিক কাঠামো


জনবল পরিস্থিতি

পদবী
মঞ্চুরী
কর্মরত
শূন্যপদ
মন্তব্য
অফিস সুপার
-
৩০-১২-২০০৭ হতে অবসরে আছেন
সিএ কাম ইউডিএ
-

স্টেনো টাইপিস্ট
-

অফিস সহকারী
-

সার্টিফিকেট সহকারী
-

ডুপ্লিকেটিং মেশিন অপারেটর
-
বদলী জনিত কারণে শূণ্য
গাড়ী চালক
-

দপ্তরী
-

প্রসেস সার্ভার
-

এমএলএসএস
-

নৈশ প্রহরী
-

ঝাড়ুদার
০৩-০২-২০০৪ তারিখ হতে শূণ্য



হাট বাজারের তালিকা :
ক্রমিক নং
হাট -বাজারের নাম
অবস্থান
গনপদ্দী কৈয়ার বাজার
গনপদ্দী
চিথলিয়া হাট
গনপদ্দী
গনপদ্দী নয়ার বাজার
গনপদ্দী
বড়ই তার বাজার
গনপদ্দী
ধনাকুশা হাট
নকলা
শিববাড়ী হাট
নকলা
বারমাইসা বাজার
উরফা
রাণী শিমুল বাজার
উরফা
তারাকান্দা বাজার
উরফা
১০
গৌড়দ্বার বাজার
গৌড়দ্বার
১১
রুণী গাঁও বাজার
গৌড়দ্বার
১২
ভুরদী ছাল্লাকুড়া বাজার
বানেশ্বর্দী
১৩
বানেশ্বর্দী খন্দকার পাড়া বাজার
বানেশ্বর্দী
১৪
পাঠাকাটা বাজার
পাঠাকাটা
১৫
বালিগঞ্জ বাজার
পাঠাকাটা
১৬
পাঁচকাহনিয়া বাজার
পাঠাকাটা
১৭
বিবির চর বাজার
টালকী
১৮
তালতলী বাজার
টালকী
১৯
নারায়ন খোলা বাজার
চর অষ্টধর
২০
চন্দ্রকোনা বাজার
চন্দ্রকোনা
২১
নকলা বাজার
নকলা পৌরসভা



জল মহালের তালিকা :
ক্রমিক নং
জল মহালের নাম
অবস্থান
পেকুয়া বিল জলমহাল
গনপদ্দী
মেহেদী ডাঙ্গা বিল জলমহাল
চন্দ্রকোনা
ভরাডুবি বিল জলমহাল
পাঠাকাটা
কায়দা বিল জলমহাল
নকলা ও বানেশ্বর্দী
দুবলা কুড়ি বিল জলমহাল
বানেশ্বর্দী
বর বিলা বিল জলমহাল
পাঠাকাটা