উপরে যান

শুক্রবার, ৪ নভেম্বর, ২০১১

এক নজরে উপজেলা দারিদ্র্য বিমোচন ফাউন্ডেশন এর কার্যক্রম

মো: সাদেকুল ইসলাম খান, উপজলা পল্লী দারিদ্র্য বিমোচন কর্মকর্তা


এক নজরে পল্লী দারিদ্র বিমোচন ফাউন্ডেশন এর কার্যক্রম

অফিস প্রধানের নাম : মো: সাদেকুল ইসলাম খান
উপজেলা দারিদ্র বিমোচন কর্মকর্তা, নকলা, শেরপুর।
নকলাতে যোগদান : ০৮-১০-২০০৬
নিজ জেলা- নেত্রকোণা
মোবাইল-০১৭২১-৯২৬৯০১

     অসুবিধা গ্রস্থ ও দারিদ্র পীড়িত জনগোষ্ঠীর দারিদ্র বিমোচনের লক্ষ্যে মহান জাতীয় সংসদে ১৯৯৯ সালের ২৩ নং আইন বলে পল্লী দারিদ্র বিমোচন ফাউন্ডেশনর এর কার্যক্রম শুরু হয়।  সেই থেকে অদ্যাবধি অত্যন্ত সুষ্ঠু ও সফলতার সাথে দারিদ্র পীড়িত জনগোষ্ঠীকে সেবা প্রদান সহ নারীদের ক্ষমতায়নে বিশেষ ভূমিকা পালন করে আসছে। চলতি বছরে উক্ত প্রতিষ্ঠানটির এক যুগ পূর্তি উপলক্ষ্যে মাননীয় প্রধানমন্ত্রী ৯ জুলাই ২০১১ তারিখ বঙ্গবন্ধু আন্তজার্তিক সম্মেলন কেন্দ্রে যুগ পূর্তি অনুষ্ঠান শুভ উদ্বোধন করেন এবং প্রতিষ্ঠানটির কার্যক্রমের ভূয়সী প্রশংসা করেন।

কার্যক্রম:
ü আয় ‍বৃদ্ধি মূলক কর্মকান্ডের প্রশিক্ষণ
ü নের্তৃত্ব বিকাশ ও দল উন্নয়ন
ü দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ
ü প্যারা টেকনেশিয়ান
ü সুবিধাভোগী সমিতি ভিত্তিক ক্ষুদ্রঋণ বিতরণ
ü ক্ষুদ্র উদ্যোক্তাদের মাঝে ঋণ বিতরণ
জনবল পরিস্থিতি :

ক্রমিক নং
পদবী
অনুমোদিত পদ
কর্মরত
উপজেলা পল্লী দারিদ্র বিমোচন কর্মকর্তা
সহকারী উপজেলা পল্লী দারিদ্র বিমোচন কর্মকর্তা (ক্ষুদ্র ঋণ)
সহকারী উপজেলা পল্লী দারিদ্র বিমোচন কর্মকর্তা (সেলপ)
হিসাব রক্ষক
মাঠ সংগঠক
বার্তা বাহক