উপরে যান

শুক্রবার, ২১ অক্টোবর, ২০১১

এক নজরে উপজেলা হিসাব রক্ষণ বিভাগের কার্যক্রম

মো: সিরাজুল ইসলাম, উপজেলা হিসাব রক্ষণ অফিসার

অফিস প্রধানের নাম : মোঃ সিরাজুল ইসলাম
             উপজেলা হিসাব রক্ষণ কর্মকর্তা, নকলা, শেরপুর।
          নিজ জেলাঃ শেরপুর। 
                মোবাইল-০১৭১২-৪৮৪৭৪৬
                নকলাতে যোগদানের তারিখ :

জনবল সংক্রান্ত তথ্য :
ক্রমিন নং
পদের বিবরণ
বরাদ্দ পদ
বরতমান করমরত
উপজেলা হিসাব রক্ষণ কর্মর্র্তা
অডিটর
জুনিয়র অডিটর
মুদ্রাক্ষরিক
এমএলএসএস
-

উপজেলা হিসাব রক্ষণ অফিসারের দায়িত্ব ও কর্তব্য :

১. এই অফিসের অডিট আওতাধীন সকল অফিসের কর্মকর্তা ও কর্মচারীদের বেতন বিল সহ অন্যান্য বিলের সঠিকতা যাচাই করত: পাশ করা
২. সকল কর্মকর্তা ও কর্মচারীদের বেতন নির্ধারণ
৩. পেনশনারদের অবসরভাতা ও আনুতোষিক প্রদান ও সঠিক ভাবে ডিহাফ সংরক্ষণ।
৪. পেনশনারদের মাসিক পেনশন প্রদান
৫. অডিট আওতাধীন সকল অফিসের কর্মকর্তা ও কর্মচারীদের প্রভিডেন্টে ফান্ডের টাকার হিসাব যাচাই করত: একাউন্টস স্লিপ ইস্যু করণ এবং প্রদান।
৬. মুক্তিযোদ্ধা, বিধবা ও বয়স্ক ভাতার ডিহাফ সংরক্ষণ এবং সংশ্লিষ্ট ব্যাংকে প্রদান।
৭. কাবিখা, কাবিটা, দৃষ্টিনন্দন, এডিপি সহ বিভিন্ন উন্নয়নমূলক কর্মকান্ড সংক্রান্ত বিল পাশ করণ
৮. এই অফিসের অডিট আওতাধীন সকল অফিসের সাথে হিসাবের সংগতি সাধন।
৯. চালানের সঠিকতা যাচাইকরণ।
১০. সিভিল অডিটের উত্থাপিত আপত্তি নিষ্পত্তি করণের ব্যবস্থা গ্রহণ।
১১. আয়ন ও ব্যয়ন কর্মকর্তা হিসেবে বেতন উত্তোলণ।