উপরে যান

বুধবার, ১৯ অক্টোবর, ২০১১

এক নজরে নকলা উপজেলা মৎস্য বিভাগ

এক নজরে উপজেলা মস্য বিভাগের কার্যক্রম
এসএম আবুল বাশার, উপজেলা মৎস্য কর্মকর্তা
অফিস প্রধানের নাম : এস এম আবুল বাশার
মোবাইল নং : 01717-715824, টেলিফোন (অফিস)-০৯৩২৩-৭৫০৬০
নকলায় যোগদানের তারিখ : ২১-০৪-২০০৬
জনবল
ক্রমিক নং
পদবী
বরাদ্দকৃত পদসংখ্যা
করমরত
উপজেলা মস্য কর্মকর্তা
সহকারী মস্য কর্মকর্তা
ক্ষেত্র সহকারী
অফিস সহকারীঃ
এম এল এস এসঃ

উদ্দেশ্যঃ
     • উন্নত প্রযুক্তি মাঠ পর্যায়ে হস্তান্তর করা।
     • উন্নত সম্প্রসারন ও ব্যবস্থাপনার মাধ্যমে মৎস্য সম্পদের উৎপাদন বৃদ্ধি।
     • বিভিন্ন নীতিমালা ও আইন প্রণয়নে মন্ত্রণালয়ের সহযোগীতা করা।
     • রপ্তানীযোগ্য মৎস্য ও মৎস্য জাতীয় দ্রব্যের মান নিয়ন্ত্রন করা।
     • মৎস্য খামার, চিংড়ি খামার এবং মৎস্য ব্যবসায় জড়িদের ঋণ সহায়তা প্রদান।
     • দারিদ্র জনগোষ্ঠির আয়-বর্ধন এবং আর্থ-সামাজিক উন্নয়ন।
     • দরিদ্র ও বেকার জনগোষ্ঠির আয় বর্ধনের মাধ্যমে দারিদ্র বিমোচন।
     • উন্নয়ন প্রকল্প প্রণয়ন ও বাস্তবায়ন করা।
     • ই-এক্সটেনশন সার্ভিসের মাধ্যমে উন্নত প্রযুক্তিসেবা মানুষের কাছে পৌছে দেয়া।
মৎস্য আইনসমুহঃ
    1. Tank Improvement Act,1939
    2. Fish Protechtion & Conservation Act,1950 (amended in 1995)
    3. The Protection and Coservation of Fish Rules,1985(amended in 2008)
    4. The Fish and Fish Products (Inspection and Quality Control), Ordinance, 1983
    5. The Fish and Fish Product (Inspection and Quality Control), Rules, 1997(amended in 2008)
    6. The Marine Fisheries Ordinance, 1983
    7. The Marine FisheriesRules, 1983
    8. Shrimp Culture Avikor Act, 1992
    9. Shrimp Culture Avikor Rules, 1993
    10. Fish Feed and Animal Feed Act, 2010
    11. Fish Hatchery Act, 2010