উপরে যান

শুক্রবার, ২১ অক্টোবর, ২০১১

এক নজরে উপজেলা পরিবার পরিকল্পনা বিভাগের কার্যক্রম



অফিস প্রধানের নাম : লতিফা বেগম
            উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা, নকলা, শেরপুর।
           নিজ জেলাঃ জামালপুর। 
                মোবাইল-০১৭১২-৯৩১৮০৯, টেলিফোন-০৯৩২৩-৭৫২৪৪
                নকলাতে যোগদানের তারিখ : ২২-০২-২০১০

দু’টি সন্তানের বেশী নয়
একটি হলে ভাল হয়

পরিবার পরিকল্পনা বিভাগীয় সেবা প্রদান কার্যক্রম

উপজেলা পরিবার পরিকল্পনা বিভাগের নিয়মিত কার্যক্রম সমূহ

ক) বাড়ী বাড়ী পরিদর্শন করে সক্ষম দম্পতিদের বিনা মূল্যে পরিবার পরিকল্পনা পদ্ধিতির সেবা নিশ্চিত করন।
খ) মাতৃ ও শিশু স্বাস্থ্য সেবা কার্যক্রম নিশ্চিত করণ।
গ) কিশোর-কিশোরীদের বয়ঃসন্ধিকালীন  স্বাস্থ্য সেবা নিশ্চিত করা।
ঘ) ইউনিয়ন পর্যায়ে  স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রগুলোতে পরিবার পরিকল্পনা মাতৃ ও শিশু স্বাস্থ্য সেবা এবং সাধারণ রোগীদের সেবা ও পরামর্শ প্রদান।
ঙ) কমিউনিটি ক্লিনিকগুলোতে স্বাস্থ্য বিভাগের পাশাপাশি পরিবার পরিকল্পনা সেবা প্রদান কাজে অংশ গ্রহণ।
চ) স্বাস্থ্য বিভাগের আওতাধীন ইপিআই কাজে সহায়তা ও সেবা প্রদান।
ছ) ওয়ার্ড পর্যায়ে স্যাটেলাইট ক্লিনিক সংগঠনের মাধ্যমে পরিবার পরিকল্পনা পদ্ধতি ও অন্যান্য সেবা প্রদান।
জ) ডায়রিয়া নিয়ন্ত্রণ, স্যানিটেশন ও স্বাস্থ্য সংক্রান্ত অন্যান্য বিষয়ে পরামর্শ প্রদান।
ঝ) সময় সময় উর্ধ্বতন কর্তৃপক্ষ ও উপজেলা প্রশাসন নির্দেশিত অন্যান্য কার্যক্রমে অংশ গ্রহণ।
জনবল সংক্রান্ত তথ্য :
নন -ক্লিনিক্যাল
ক্রমিন নং
পদের বিবরণ
বরাদ্দ পদ
বরতমান করমরত
উপজেলা পরিবার পরিকল্পনা কর্মর্র্তা
-
সহকারী উপজেলা পরিবার পরিল্পনা কর্মকর্তা
উপজেলা পরিবার পরিক্ল্পনা সহকারী
পরিবার পরিকল্পনা পরিদর্শক
পরিবার কল্যাণ সহকারী
৪৮
৪০
এমএলএসএস
-

ক্লিনিক্যাল
ক্রমিন নং
পদের বিবরণ
বরাদ্দ পদ
বরতমান করমরত
মেডিকেল অফিসার
০২
০২
উর্ধ্বতন পরিবার কল্যাণ পরিদর্শিকা
-
উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার
পরিবার কল্যাণ পরিদর্শিকা
১০
ফার্মাসিস্ট
এমএলএসএস
আয়া
১০
নৈশ প্রহরী

পরিবার পরিকল্পনা পদ্ধতি সমূহ :
স্থায়ী পদ্ধতি :
ক.পুরুষ- এনএসভি
খ. মহিলা -টিউভেকটমী
অস্থায়ী পদ্ধতি :
ক. খাবার বড়ি খ. কনডম গ. ইনজেকশন ঘ) ইমপ্ল্যান্ট ঙ. আইইউডি(কপারটি)
সিটিজেন চার্টারঃ
ক) মা ও শিশু স্বাস্থ্য সেবা (বিনা মূল্যে প্রদত্ত)
        • গর্ভবতী সেবা
        • প্রসব সেবা
        • গর্ভোত্তর সেবা
        • এম.আর. সেবা
খ) পরিবার পরিকল্পনা সেবা (বিনা মূল্যে প্রদত্ত)
পরিবার পরিকল্পনা বিষয়ক পরামর্শ প্রদানঃ
        • খাবার বড়ি বিতরণ
        • জন্ম নিরোধক ইনজেকশন, সেবা
        • আই.ইউ.ডি/কপারস 'টি' সেবা
        • ই.সি.পি. সেবা
        • ইমপ্লানন সেবা
        • পুরুষ বন্ধ্যাকরণ সেবা
        • মহিলা বন্ধ্যাকরণ সেবা
গ) সরকার নির্ধারিত মূল্য প্রদান সাপেক্ষে প্রদত্ত সেবা কনডম ১(এক) ডজন ১(এক) টাকা ২০(বিশ) পয়সা।
ঘ) পরিবার পরিকল্পনা কার্যক্রমে সরকার গ্রহীতাকে নিম্নলিখিত সুবিধা দিয়ে থাকেন।
        • আই.ইউ.ডি/কুপারটি ক্ষেত্রে ১০০/- + ১৫০-- টাকা।
        • আনায়নকারী কুপারটি ক্ষেত্রে ৫০/- টাকা।
        • ইমপস্নানন এর ক্ষেত্রে ১৫০/- + ১৫০/- টাকা
        • আনায়নকারী এর ক্ষেত্রে ৬০/- টাকা।
        • স্থায়ী পদ্ধতি(পরুুষ) ১০০০/- ও একটি লুঙ্গি।
        • আনায়নকারী এর ক্ষেত্রে ২০০/- টাকা।
        • স্থায়ী পদ্ধতি (মহিলা) ১০০০/- ও একটি শাড়ি।
        • আনায়নকারী এর ক্ষেত্রে ২০০/- টাকা।
        • অন্যান্য সেবা (বিনামূল্যে প্রদত্ত)
        • সাধারন রোগী সেবা,
        • বয়ঃ সন্ধি কালীন সেবা (কৈশোর প্রজনন স্বাস্থ্য সেবা।)জন্ম নিরোধক ইনজেকশন, সেবা