উপরে যান

মঙ্গলবার, ১ নভেম্বর, ২০১১

নকলার রাজনীতি

নকলা রাজনীতি 
জনাব মো: গোলাম রব্বানী, ভারপ্রাপ্ত সভাপতি, নকলা উপজেলা আওয়ামী লীগ


অধ্যক্ষ মিজানুর রহমান, সাধারণ সম্পাদক, নকলা উপজেলা আওয়ামীলীগ


নকলা ও নালিতাবাড়ী উপজেলা নিয়ে জাতীয় সংসদের একটি নির্বাচনী এলাকা (শেরপুর-২) গঠিতএ নির্বাচনী এলাকায় অতীত থেকে অদ্যাবধি যারা নির্বাচিত হয়েছেন তারা হলেন যথাক্রমে ডাঃ শরাফত আলী, আঃ হাকিম, ডাঃ নাদেরুজ্জামান, অধ্যক্ষ মিজানুর রহমান দুইবারের প্রতিমন্ত্রী অধ্যাপক আঃ ছালাম, তিনবারের নির্বাচিত এমপি ও দুই বারের কৃষি মন্ত্রী অগ্নি কন্যা বেগম মতিয়া চৌধুরী ও সাবেক হুইপ আলহাজ জাহেদ আলী চৌধুরীএছাড়া ময়মনসিংহ জেলা বোর্ডের সদ্স্য ছিলেন মৌলভী তাহের উদ্দিন ও ডা: শরাফত আলী প্রসঙ্গত উল্লেখ্য যে, জামালপুর সদর থেকে তিন বারের নির্বাচিত এমপি ও বর্তমান সরকারের ভূমিমন্ত্রী আলহাজ্জ্ব রেজাউল করিম হীরা নকলার সন্তানতিনি চন্দ্রকোনা ইউনিয়নের চর মধূয়া গ্রামে চৌধুরী বাড়িতে জন্মগ্রহণ করেননকলা উপজেলা পরিষদ চেয়ারম্যান হিসেবে যথাক্রমে জনাব মাহবুব আলী চৌধুরী, অধ্যক্ষ মিজানুর রহমান এবং শাহ মোঃ বোরহান উদ্দিন নির্বাচিত হনভাইস চেয়ারম্যান নির্বাচিত হন যথাক্রমে জনাব মোঃ হাফিজুর রহমান লিটন ও সৈয়দা উম্মে কুলছুম রেণূএছাড়া নকলা পৌরসভার প্রথম মেয়র নির্বাচিত হন অধ্যাপক মিজানুর রহমান

তথ্য সূত্র : তালাত মাহমুদ, কবি, সাংবাদিক  ও কলামিস্ট